খাগড়াছড়িতে প্রাক প্রাথমিক শিক্ষাবর্ষের শিক্ষা উপকরণ বিতরণের উদ্বোধন

বাংলাদেশ শিশু একাডেমি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিচালিত শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক বিদ্যালয় ২০২৩ শিক্ষাবর্ষের শিশু শিক্ষা উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরীর একাডেমির প্রাঙ্গণে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, মেজর মো. আশরাফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন, প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া প্রমুখ।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, শিক্ষা উপকরণ
Facebook Comment