parbattanews

খাগড়াছড়িতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খামারী ও কৃষক সমাবেশ করেছে খাগড়াছড়ি প্রাণী সম্পদ বিভাগ।সোমবার(২২জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌর টাউনহল প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

খামারী ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান।

খামারী ও কৃষক সমাবেশে খাগড়াছড়ি জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরাসহ স্থানীয় খামারী এবং কৃষকরা উপস্থিত ছিলেন।  এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।

প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে পৌর টাউন হলের সামনে শেষ হয়।

Exit mobile version