খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে মারা যাওয়া গার্মেন্টস কর্মী করোনা সংক্রমিত নয়
খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে মারা যাওয়া গার্মেন্টস কর্মী করোনা সংক্রমিত নয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ। তিনি জানান, সন্দেহ দুর করতে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়।
রবিবার(১৯ এপ্রিল) সকালে খাগড়াছড়ির গুগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যায় ঐ গার্মেন্টস কর্মীর মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের তথ্য মতে খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় নতুন ৫৯ জনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫৪৮ জন ও হোম কোয়ারেন্টিনে ৩৮৪ জন এবং আইসোলেশনে তিন জন রয়েছে। এরা সকলেই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারখানার শ্রমিক।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, জ্বর ও কাশি নিয়ে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে ভর্তি পাঁচ গার্মেন্টস কর্মীসহ ৬৬ জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডি পাঠানো হয়েছে। তার মধ্যে মৃত গার্মেন্টস কর্মী দুই আইসোলেশনের রোগীসহ ২৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। বাকী নমুনার রিপোর্ট এখনো আসেনি।