খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

fec-image

খাগড়াছড়িতে তিন দফা দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির খাগড়াছড়ি শাখার ব্যানারে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ কর্মসুচির আয়োজন করা হয়। এতে অংশ নেন সংগঠনটির বিভিন্ন উজেলার নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেখানে কর্মরত শিক্ষকদের চাকুরী জাতীয়করণের ঘোষণা দিয়েছেন।

কর্মসুচিতে অর্থমন্ত্রণালয়ের বর্তমান প্রশাসন কর্তৃক জারিকৃত ১২ আগস্ট ২০২০ তারিখের পত্রটি প্রত্যাহার পূর্বক টাইম স্কেল, পি আর এল, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল রাখার দাবি জানান। একইসাথে ৩টি সমস্যা উল্লেখ করে তা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

ঘন্টাব্যাপী ধরে চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির খাগড়াছড়ি শাখার সভাপতি প্রভাত কুসুম চাকমা, সাধারণ সম্পাদক জাকির হোসেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাইয়েদ-এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবারে স্মারকলিপি তুলে দেন তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মানববন্ধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন