parbattanews

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন

খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

কর্মসূচীর মধ্যে ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, মুজিব কর্নার উদ্বোধন।

“শুভ শুভ শুভ দিন, জাতির পিতার জন্মদিন” এ শ্লোগানে খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের উদ্যোগে কলেজিয়েট স্কুল মাঠ থেকে সকালে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিজিয়নের মুশফিক হলে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মো. কাওসার জাহান, ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মো. জাহাংগীর আলম, মেজর মোঃ রকিবুল ইসলাম, মেজর মোঃ এমরান হোসেন, মেজর মোঃ মঈনুল আলম, মেজর জুনায়েদ বিন কবির প্রমুখ।

এছাড়াও দিবসটি উপলক্ষে গুইমারা সেনা রিজিয়িনের উদ্যোগে প্রামন্য চিত্র প্রদর্শন ও দুপুরে প্রীতিভোজের করে গুইমারা রিজিয়ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে মিনামূল্যে অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন,পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশসহ চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সকালে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে।

জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

দিবসটি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম শরানার্থী বিষয়ক টাস্কফোর্স কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন করেন টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

জেলা আওয়ামীলীগ এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল, জন্ম দিনের কেক কাটা হয়।

এ সময় টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাতে দলীয় কার্যালয়ে আতশবাজির আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ।

জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা, ১০ জন গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন,জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সন্ধ্যায় একশত ফানুস উড্ডয়ন ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আতশবাজির আয়োজন করেছে।

Exit mobile version