খাগড়াছড়িতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবাষির্কী পালন


দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবাষির্কী পালন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে রবিবার (০৮ আগস্ট) সকালে শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম সম্পাদক আশুতোষ চাকমা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংস্ইরপ্রু চৌধুরী সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা দলীয় কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন করেন। এর আগে কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।