parbattanews

খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

আর্তমানবতার সেবার অংশ হিসেবে খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আটকা পড়াদের উদ্ধার করে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।

বুধবার সকালে খাগড়াছড়ি সদর এলাকার ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের ২৫০জন সদস্যদের পানিবন্দি এলাকা থেকে উদ্ধার এবং তাদের মধ্যে রান্না করা ও শুকনো খাবার বিতরণ করেন খাগড়াছড়ি সদর জোনের কোয়ার্টার মাস্টার  লে. মো. আহসান হাবীব।

এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি সদর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আর্তমানবতার সেবায় তথা বেসামরিক প্রশাসনকে দুর্যোগপুর্ন মুহুর্তে তাৎক্ষনিক সহায়তায় সার্বক্ষণিক পাশে ছিলো এবং আগামীতেও থাকবে। শান্তি-সমপ্রীতি এবং উন্নয়ন এই মুলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ডের পাশাপাশি সার্বিক মান উন্নয়নে ও বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভুমিকা অনস্বীকার্য।

Exit mobile version