parbattanews

খাগড়াছড়িতে বাজার মনিটরিংয়ে নেমেছে প্রশাসন

খাগড়াছড়িতে বাজার মনিটরিং করছে প্রশাসন

খাগড়াছড়িতে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এবং খাদ্যে ভেজালরোধে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ মে) স্থানীয় হাটবার দিনে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি সদরের কাঁচা বাজারে মধ্যসত্ত্বভোগীদের প্রবেশ ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, খাদ্যে ভেজাল ও পণ্যের বিক্রয় মূল্যে অসামঞ্জস্য থাকায় ব্যবসায়ীদের সর্তক ও ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।

এসময় বাজার মনিটরিং কার্যক্রমে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম ও অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Exit mobile version