parbattanews

খাগড়াছড়িতে বিএনপি’র করোনা হেল্প সেন্টারের সমাপনী

করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত করেনা হেল্প সেন্টারের আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ও মানবতার সেবাদানে সাফল্যের একশতম দিন পালন করেছে।

বৃহস্পতিবার(২১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আবছার হেল্প সেন্টারে সফল দায়িত্ব পালনের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের হাতে ক্রেস তুলে দেন। খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো. আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, যগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, সাংগঠনিক সম্পাদক রব রাজা, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক কুহেলী দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদয় নুর, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার ও সাংগঠনিক সম্পাদক রহমত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গত ১৪ জুলাই খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করেন। টানা একশ দিন এ হেল্প সেন্টারের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সাপোর্ট, জরুরী এ্যামবুলেন্স সেবা, ওষুধ এবং অপেক্ষাকৃত দরিদ্র রোগীদের খাদ্য পৌঁছে দেওয়া হয়।

Exit mobile version