parbattanews

খাগড়াছড়িতে বিএনপি’র বিক্ষোভ লাঠি মিছিল গায়েবানা জানাযা অনুষ্ঠিত

Untitled-1 copy

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকদল পুলিশের একাধিকবার বাঁধা উপেক্ষা করে জেলা শহরে আজ শুক্রবার সকাল ১১টায় লাঠি মিছিল বের করে। জেলা বিএনপি’র দলীয় কার্যালয় হলে লাঠি মিছিলটি বের হলে পুলিশ বাঁধা প্রদান করে। এসময় পুলিশ নেতাকর্মীদের লাঠি ছাড়া মিছিল করার অনুরোধ জানালেও নেতাকর্মী ১ম পর্যায়ে লাঠি ছাড়া মিছিল করলেও পরক্ষণে লাঠি মিছিল করে।

জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস.এম আবু তাহেরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্ত্বর ঘুরে ভাঙ্গাব্রীজ এলাকায় গিয়েও পুলিশের বাঁধায় পড়ে। এসময় পৌর বিএনপি’র সভাপতি আ: রব রাজার নেতৃত্বে নেতাকর্মীরা পূর্ব থেকে লাঠি নিয়ে উপস্থিত হয়ে মিছিলে অংশ গ্রহণ করে। মিছিলটি একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম সবুজ বক্তব্য রাখেন। আজকের বিক্ষোভ মিছিলে মাটিরাঙ্গা উপজেলা মহিলা দলের কিছু সংখ্যক নেতাকর্মীও অংশ নেয়।

এদিকে, বিকালে আসরের নামাজের পর জেলা বিএনপি’র নেতাকর্মীরা ১৮দলের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে সারাদেশে পুলিশ ও বর্তমান আওয়ামীলীগ সরকারের ক্যাডারদের হাতে ২৩ জনের অধিক নেতাকর্মী নিহত হয়েছে বলে অভিযোগ এনে গায়েবানা জানাযা নামাজ আদায় করে। গায়েবানা জানাযায় জেলা ওলামা দলের সভাপতি মাওলানা নুরুল ইসলাম নামাজে ইমামতি করেন। নামাজ শেষে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়।

পরে বিকাল সাড়ে ৪টায় জেলা বিএনপি নেতাকর্মী জেলা শহরে শনিবার থেকে ৩য় দফার টানা ৭২ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি’র সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা বক্তব্য রাখেন। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ভাবে অবরোধ কর্মসূচি পালনের আহবান জানান।

Exit mobile version