parbattanews

খাগড়াছড়িতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক সেমিনার

khagrachari BMSC seminar program pic1,13-06-2016
খাগড়াছড়ি প্রতিনিধি :
”নিজস্ব ভাষা, সাহিত্য, ঐতিহ্য-ইতিহাসকে সম্মুন্নত রাখতে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অধিকারমূলক আন্দোলনকে জোরদার করুন এই” স্লোগানে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল(বিএমএসসি) কেন্দ্রীয় কমিটি উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক সেমিনার বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি সোমবার সকাল সাড়ে ১২টায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ভবন হলরুমে অনুষ্ঠিত হয়।

বিএমএসসি কেন্দ্রীয় কমিটি সভাপতি চাইথোয়াই মারমা সভাপতিত্বে বিএমএসসি কেন্দ্রীয় কমিটি হ্লা হ্লা ঈ মগ-এর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ৪র্থ বর্ষে ছাত্র নিংওয়াই মারমা, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষে ছাত্র পাইমং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের ২য় বর্ষে ছাত্র নিঅং মারমা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিবিএ ২য় বর্ষে ছাত্রী উশ্যোংপ্রু মারমা, সাউথ এশিয়ান ইউনির্ভাসিটি  মার্ষ্টাস এর ছাত্র আনু মারমা।

এতে স্বাগত বক্তব্য রাখেন, বিএমএসসি কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক চাইহ্লাউ মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা সভাপতি চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ কমিটি সাধারণ সম্পাদক ক্রইঞোরী  মারমা প্রমুখ।

সেমিনারে  ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা প্রয়োজনীয়তাসহ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি সংক্রান্ত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপের ধারণা দেওয়া হয়। সেমিনারে খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ ও বিভিন্ন কলেজ সমূহের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version