parbattanews

খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (৫ জুন)সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি বন বিভাগ ও তৃনমূল উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয় র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো:জুনায়েদ কবির সোহাগ এর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এ সময় খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ন কবির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পি চত্রুবর্তী, খাগড়াছড়ি জেল সুপার মো:জাবেদ মেহেদী,খাগড়াছড়ি বন বিভাগের সহকারি বন সংরক্ষক মো. মোজ্জামেল হোসেন, খাগড়াছড়ি সদর বন বিভাগের রেঞ্জকর্মকর্তা বাবু রাম চাকমা, তৃনমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমাসহ জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে সরকার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে পরিবেশ সুরক্ষার জন্য। খাগড়াছড়ি পর্যটন শিল্পকে বাঁচাতে হলে সকলে এক সাথে পলিথিনকে না বলতে হবে। পরিবেশ সুরক্ষার জন্য বনায়ন বেশি বেশি বনায়ন করতে হবে।

Exit mobile version