খাগড়াছড়িতে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার সমাপ্তি

fec-image

চেঙ্গী, ফেনী ও মাইনী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শেষ হলো দুর্গাপূজা। সোমবার (২৬ অক্টোবর) বিকালে খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া এলাকা সংলগ্ন চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এতে হাজারো মানুষ অংশ নেন। এর আগে বিভিন্ন মন্ডপ থেকে গাড়িতে করে একে একে প্রতিমা নিয়ে আসা হয়।

দুপুরের পর থেকে চেঙ্গী নদীর পাড়ে এক এক করে শোভাযাত্রা সহকারে প্রতিমা আসতে শুরু করে। একইভাবে ফেনী ও মাইনী নদীতেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিগত বছরগুলোতে পুজা মন্ডপের প্রতিমা একসাথে গাড়ি বহরে করে শহর প্রদক্ষিণ করা হলেও এবার করোনা ভাইরাসের কারণে তা হয়নি।

খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরের দুর্গাপুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শেখর সেন জানান, আমরা ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত উৎসব আয়োজন করেছি। ছিলনা কোন আলোচনা সভা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর খাগড়াছড়িতে ৫৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পুজাকে ঘিরে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। এ বছর দেবী দুর্গা এসেছেন দোলনায় চড়ে। যাবেন হাতির পিঠে চড়ে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দুর্গাপূজা, প্রতিমা বিসর্জন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন