খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা শুরু
খাগড়াছড়িতে নানা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা পালন করছে।
বুধবার (২০ অক্টোবর) ভোর থেকে বিহার গুলোতে শুরু হয় প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা। বুদ্ধ পূজা, সংঘদান, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিস্কার দানসহ নানা ধর্মীয় রীতি পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় করোনা থেকে মুক্তি ও বিশ্ববাসীর জন্য প্রার্থণা করা হয়।
তিন মাসের বর্ষাব্রত শেষে প্রবারণা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা বিহার থেকে বের হন।আগামীকাল বৃহস্পতিবার থেকে বিহারে বিহারে চলবে মাসব্যাপী কঠিন চীবরদানোৎসব।
আজ সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্জলনের পাশাপাশি মারমা জনগোষ্ঠী চেঙ্গী নদীতে ওয়াগ্যো প্যোয় উৎসব পালন করবে। নদীতে মাঙ্গলিক নৌকা ভাসানো হবে ও ধর্মপুর র্আয বনবহিারে প্রজ্জলন করা হবে ৮৪ হাজার বাতি। এছাড়া প্রতিটি বিহারে উড়ানো হবে ফানুস বাতি।