খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক অনুদানের চেক বিতরণ

fec-image

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী) উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান খাগড়াছড়ি জেলাধীন বিভিন্ন উপজেলায় বৌদ্ধ বিহার সমূহ কর্তৃক বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) বিকালে জেলা শহরের বৌদ্ধ ধর্মীয় ট্রাস্ট’র জেলা কার্যালয়ের অডিটোরিয়ামে এ চেক বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি জেলার বৌদ্ধ-ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া। চেক বিতরণকালে সঞ্চালনা করেন জেলার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপারভাইজার দারুন বিকাশ ত্রিপুরা।

খাগড়াছড়ি জেলায় ৯ উপজেলার ৯৯ বিহারের প্রতিনিধিদের মাঝে মোট ১৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুইচিং থুই মারমা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও বৈশালী নগর বন কুটিরের সভাপতি অজিৎ বরণ চাকমাসহ বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ ও বিহার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনুদান, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন