parbattanews

খাগড়াছড়িতে ভিক্ষুকের কর্মসংস্থান ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক জনবান্ধব কর্মসূচির আলোকে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে জেলা সদরের শালবন (শাপলা মোড়ে) পৌরসভার ৬নং ওয়ার্ডে রেজিয়া স্টোরের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

এ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সংক্রান্ত খাগড়াছড়ি পৌরসভা কমিটির উদ্যোগে ৬নং ওয়ার্ডে শালবন এলাকার বাসিন্দা ভিক্ষুক রেজিয়া বেগমের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে একটি সবজি এবং মাছের দোকান উদ্বোধনের মাধ্যমে মানবিক কর্মসূচি সূচনা করা হয়।

খাগড়াছড়ি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম (বাপ্পি), সহকারী পরিচালক রোকেয়া বেগম, শহর সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল আহসান, পৌরসভা ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version