খাগড়াছড়িতে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও মহাষষ্ঠীর মধ্যদিয়েই শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
দুর্গাপূজা হিন্দুদের একটি প্রধান ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সারাবছরের অপেক্ষার পালা অবসান হল এ মহাষষ্ঠীর মধ্যদিয়েই।
ভোর থেকে শ্রী শ্রী দুর্গাদেবী ষষ্ঠাদি কল্পরম্ভ ও ষষ্ঠ বিহিত পূজা প্রশস্তা। সায়ং কালে দেবী বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়েই মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গা মায়ের আরাধনা ।
উৎসব প্রেমী সনাতন ধর্মাবলম্বীদের মাঝে জাগছে উৎসবের উন্মাদনা। এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীরা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করে থাকে।
প্রতি বছর খাগড়াছড়িতে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা হয়। উৎসব প্রেমী হিন্দুদের কাছে দুর্গাপূজার ৫টা দিন অনেক গুরুত্বপূর্ণ ও আনন্দের।
এদিকে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাকে সাজছে বেশ কয়েকটি পূজা মণ্ডপ।
এ মহাষষ্ঠী দিনে চলছে খাগড়াছড়ির মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গা মায়ের পূজা। চারিদিকে মেতে উঠেছে উৎসবের আমেজ। প্রতি বছর সপ্তমীতে মায়ের পুজো শুরু হয় এবং দশমীতে মায়ের পুজো সমাপ্ত হবে।