খাগড়াছড়িতে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
সতন্ত্র মাধ্যমিক অধিদফতর প্রতিষ্ঠাসহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৭দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।
খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে সোমবার( ৯ মার্চ) সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি শ্রীলা তালুকদার, সাধারণ সম্পাদক চম্পানন চাকমা,সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ আলী বক্তব্য রাখেন।
এসময় বক্তারা মাধ্যমিক শিক্ষকদের সমস্যা সমাধানে দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা কমনা করেন।
মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বারকলিপি দেওয়া হয়।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মাধ্যমিক, মানববন্ধন
Facebook Comment