parbattanews

খাগড়াছড়িতে মাস্ক না পরায় আরও ২০৬ জনকে অর্থদণ্ড

মাস্ক না পরে স্বাস্থ্যবিধি লংঘনের অভিযোগে খাগড়াছড়িতে শনিবার (২১ নভেম্বর) আরো ২শ ৬ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। এ সময় ২শ ৬টি মামলায় ৪৩ হাজার ৮শ ৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে ৮শ ৬৪ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা সদর ও প্রত্যেক উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযানে নেতৃত্ব দেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানায়, করোনায় স্বাস্থ্য লঙ্ঘন করলে কাউকে ছাড় দেবে না প্রশাসণ। আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। প্রয়োজনে অর্থদণ্ডের পাশাপাশি জেল দেওয়া হবে। তিনি মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

Exit mobile version