parbattanews

খাগড়াছড়িতে রাবার চাষীদের কৃষি উপকরণ বিতরণ

তিন পার্বত্য জেলার রাবার চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ মার্চ) সকালে খাগড়াছড়ির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে খাগড়াছড়ি প্রকৌশল শাখার কার্যালয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

এসময় বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, নির্বাহী প্রকৌশরী মুজিবুল আলম, রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিটের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতিষ বসুসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন।

পরে চাষীদের মাঝে রাবার চাষের জন্য সিলভামিক্স-৪০ নামক ট্যাবলেট সার বিতরণ করা হয়। তিন পার্বত্য জেলার ১ হাজার ৬শ কৃষকের মাঝে ৬ হাজার পিস করে মোট ১০ লাখ সিলভামিক্স-৪০ ট্যাবলেট বিতরণ করা হবে বলে জানানো হয়।

৮০ দশকের পর থেকে পাহাড়ে রাবার চাষ শুরু হয়। বর্তমানে তিন পার্বত্য জেলায় মোট ১৩ হাজার ২শ একর জায়গা জুড়ে রাবার চাষ করা হচ্ছে। এরমধ্যে খাগড়াছড়িতে ১০ হাজার একর, রাঙ্গামাটিতে ১২শ একর এবং বান্দরবানে ২ হাজার একর জায়গায় মোট ৩ হাজার ৩শ পরিবার রাবার চাষের সাথে যুক্ত রয়েছে।

Exit mobile version