parbattanews

খাগড়াছড়িতে শিক্ষকের ঘাতক সেই পিকআপ আটক, চালক পলাতক

খাগড়াছড়ির মহালছড়ির মাইচছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক করুনাময় চাকমা (৭০) চাপা দিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত পিকআপকে আটক করেছে সাধারণ জনগণ। তবে পিকআপের চালক ও হেলপার পলাতক রয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) পিকআপের ধাক্কায় মাইচছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক করুনাময় চাকমা(৭০) নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার করুনাময় চাকমা বাসা থেকে বের হয়ে মাইচছড়ি বাজারের দিকে যাচ্ছেছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা পিকআপ (চট্ট মেট্রো ন ১১-৯১৩৬) জিরো মাইল থেকে নুনছড়ি কলেজ এলাকায় পৌঁছলে পিছন থেকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত শিক্ষক করুনাময় চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে পথেই মারা যায়।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর জনগণ কালো পাহাড় এলাকায় দোকানের সামনে পিকআপটিকে আটক করতে সক্ষম হলেও গাড়ির চালক ও হেল্পার পালিয়ে যায়। এ ঘটনায় পরিবাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘাতক চালক ও হেলপারকে আটকরে চেষ্টা চলছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, নিহত স্কুল শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version