parbattanews

খাগড়াছড়িতে শিক্ষানবিশ কমান্ডোদের নিয়ে সন্ত্রাস বিরোধী মহড়া 

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি আর্মড পুলিশ বিশেষায়িত ট্রেনিং সেন্টারে শিক্ষানবিশ কমান্ডোদের নিয়ে সন্ত্রাস বিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে খাগড়াছড়ির এপিবিএন এলাকায় অবস্থিত ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত  মহড়ায় এন্টি ট্যারিজম ইউনিট এবং রাজশাহী রেঞ্জের ৩৩ জন প্রশিক্ষনার্থী কমান্ডো অংশ নেন। মহড়ায় একটি খর শ্রোতা নদী পার হওয়া এবং বহুতল ভবন জঙ্গি মুক্ত করার কৌশল দেখানো হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পর্কে অবহিত করেন আর্মড পুলিশ বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ডার ডিআইজি আওরঙ্গজেব মাহবুব। প্রশিক্ষিত এ কমান্ডোরা দেশের যে কোন জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করতে পারবে বলে জানানো হয়।

এসময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানসহ আইন শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৮ সপ্তাহব্যাপী চলা এই প্রশিক্ষন আগামী ১৮ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

Exit mobile version