parbattanews

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ

 

খাগড়াছড়িতে ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করার কর্মসূচীর অংশ হিসেবে শনিবার খাগড়াছড়ি সদরের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ ও সততা স্টোর চালু করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ মো. মহি উদ্দিন ও দুপ্রক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার।

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, এখন হতে সততার চর্চা করার আহ্বান জানিয়ে বলেন দেশ ও জাতিকে উন্নত রাষ্ট্রের অংশীদার করতে হলে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শবান ও দেশ প্রেমিক নাগরিকের বিকল্প নেই। এখন থেকে ছাত্রছাত্রীরা দায়িত্বশীল ভুমিকা পালন করলে স্বপ্ন পূরণ হবেই এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বাড়বে।

Exit mobile version