parbattanews

 খাগড়াছড়িতে সশস্ত্র বাহিনী দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর)দুপুরে খাগড়াছড়ি সেনানিবাসের জোন মাঠে সশস্ত্র দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এসময় ডিজিএফআই খাগড়াছড়ি ইউনিটের অধিনায়ক কর্ণেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর সবুর খান, খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের অধিনায়ক আওরঙ্গজেব মাহবুব, খাগড়াছড়ি সদর সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল জিএম সোহাগ, পুলিশ সুপার আলী আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. নাজমুস সালেহীন সৌরভ, খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইছ উদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা ও জেলা পরিষদ সদস্য খগেশ্ব ত্রিপুরাসহ বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল অনস্বীকার্য। ঠিক একইভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরবর্তী সময়ে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও অবকাঠামোগত উন্নয়নে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ অপরিসীম।

পরে খাগড়াছড়ি সেনানিবাসের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের স্মারক উপহার প্রদান করা হয়।

Exit mobile version