parbattanews

খাগড়াছড়িতে সাংবাদিকদের টেকসই মানবিক সমাজ উন্নয়ন শীর্ষক কর্মশালা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস আইসিআরসি’র যৌথ সহযোগিতায় টেকসই মানবিক সমাজ উন্নয়নে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের কর্মশালা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার ও সেক্রেটারী শানে আলম উপস্থিত ছিলেন।

কর্মশালায় রিসোর্সপারসন ছিলেন, নিউইর্য়ক টাইমস-এর বাংলাদেশ প্রতিনিধি ও পিআইবি’র প্যানেল প্রশিক্ষক জুলফিকার আলী মানিক. আইসিআরসি’র কমিউনিকেশন অফিসার রায়হান সুলতানা।

স্থানীয় একটি হোটেলে আয়োজিত দিনব্যাপী ‘মানবিক ইস্যুতে সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় খাগড়াছড়ির ৩০ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় দুর্যোগ দুর্বিপাকে রেডক্রস-রেডক্রিসেন্টের কার্যক্রম, জীবন মান উন্নয়নে সহযোগিতা সংস্থাগুলোর তৎপরতা, মানবিক মূল্যবোধ, মানবিকতা সুরক্ষা ও মানবিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্ব বোধ সম্পর্কে কর্মশালায় আলোচনা হয়।

Exit mobile version