parbattanews

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অফিসার পদে যোগদানে উদ্বুদ্ধকরণ ক্লাস

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়িতে সেনাবাহিনীর নারী অফিসার পদে যোগদানে উদ্বুদ্ধকরণ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(০১ নভেম্বর) সকাল সাড়ে দশ’টা থেকে জেলার সরকারি মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ ক্লাস অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জোনের আয়োজনে ও খাগড়াছড়ি রিজিয়নের ব্যস্থাপনায় মোটিভেশনাল ক্লাসে প্রায় ৮শতাধিক ছাত্রীর উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করে খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক জি.এম সোহাগ।

ছাত্রীদের সেনাবাহিনীর অফিসার পদে যোগদানে উৎসাহ প্রদান করে তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামে একজন নারী হিসেবে অফিসার পদে যোগদান করা অত্যন্ত গর্বের ও সম্মানের। ক্লাসে প্রজেক্টরের মাধ্যমে সেনাবাহিনী সম্পর্কিত প্রানবন্ত ভিডিও প্রদর্শন করা হয়। ক্লাস পরিচালনায় ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মো. রফিকুল ইসলাম, ঘাসবন সাবজোন কমান্ডার মেজর রেজা আহমেদ এবং ওসি এসএসডি মেজর সাবাহ সাহরীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কোয়াটার মাষ্টার লে. মাহদি হাসান ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলমগীর।

Exit mobile version