খাগড়াছড়িতে সেরা মাটিরাঙ্গার তাইন্দং উচ্চ বিদ্যালয়
খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলায় এসএসসি পরীক্ষায় ১৬টি হাইস্কুল থেকে ৬৪ জন জিপিএ-৫ পেয়েছে। ৪৪টি হাইস্কুল থেকে কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের মোট ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২ জন। এ স্কুলের পাসের হার ৯১.১৭ শতাংশ। আর মাটিরাঙ্গার তাইন্দং উচ্চ বিদ্যালয়ের মোট ১’শ ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১’শ ৭৬ জন।এ স্কুলের পাসের হার ৯৫.১৩ শতাংশ।
এবার জেলায় সর্বমোট ৫ হাজার ৮’শ ১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৩’শ ৬০ জন পরীক্ষার্থী। সে হিসেবে জেলায় পাসের হার ৭৫.০৩ শতাংশ।
এর মধ্যে বিজ্ঞান বিভাগে পরিক্ষার্থীর সংখ্যা ৮’শ ৮০ জন। এর মধ্যে পাস করেছে ৬’শ ৭৮ জন।ফেল করেছে ২’শ ২ জন। উক্ত বিভাগে পাসের হার ৭৭.০৪ শতাংশ।
মানবিক বিভাগে মোট পরিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭’শ ১২ জন। এর মধ্যে মধ্যে পাস করেছে ১ হাজার ৯’শ ৩৪ জন। ফেল করেছে ৭’শ ৭৮ জন। মানবিকে পাসের হার ৭১.৩১ শতাংশ।
ব্যবসায় শিক্ষা বিভাগের মোট পরিক্ষার্থী সংখ্যা ২ হাজার ৩’শ ২৬ জন।পাস করেছেন ১ হাজার ৮’শ ৪৯ জন। ফেল করেছে ৪ শ ৭৭ জন। পাসের হার ৭৯.৪৯ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্ত বিদ্যালয়গুলোর মধ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ১৩ জন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ৮ জন, তাইন্দং হাইস্কুল ৮ জন, মাটিরাঙ্গা পাইলট হাইস্কুল ৮ জন, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ৬ জন, নতুনকুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল ৬ জন, মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় ৪ জন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ৩ জন, এপিবিএন স্কুল থেকে ১টি জন জিপিএ-৫ পেয়েছে।
সূত্র: বাংলা নিউজ