খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে ১শ ৮৯জনকে অর্থদণ্ড

fec-image

মাস্ক না পড়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে খাগড়াছড়িতে ১শ ৮৯জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত। এদের কাছ থেকে আদায় করা হয়েছে ২৭হাজার ৬শত ৬০ টাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান এখনো চলছে। ভ্রাম্যমান আদালতের তথ্য মতে, মঙ্গলবার সকাল থেকে অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে খাগড়াছড়ি জেলা সদরে ৪২ জন, পানছড়িতে ১৫জন, মানিকছড়িতে ২০জন, মাটিরাঙায় ২০জন, রামগড়ে ২৮জন, গুইমারায় ১৮জন, লক্ষ্মীছড়িতে ১১জন, মহালছঢ়িতে ১৯জন ও দীঘিনালায় ১৬জকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, করোনায় স্বাস্থ্য লংঘন করলে প্রশাসন আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি মাস্ক ছাড়া কাউকে ঘর থেকে বের না হতে এবং সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অর্থদণ্ড, খাগড়াছড়ি, ভ্রাম্যামান আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন