parbattanews

খাগড়াছড়িতে স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট : বিকল্প মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হবে

খাগড়াছড়িতে স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট প্রত্যাহার না হলেও বিকল্প মাধ্যমে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে সিভিল সার্জনের কার্যালয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেস ব্রিফিং-এ জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে খাগড়াছড়ি জেলায় ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী ১ লাখ ৪০ হাজার ৩ জন শিশুকে ২ হাজার ৭ শ ৩৬ টি কেন্দ্রে ১ম ডোজের হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন আরও বলেন, গত মার্চ মাসে হাম-রুবেলার ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। শীতে যেহেতু নিউমোনিয়াসহ হাম-রুবেলার প্রাদুর্ভাব থাকে সেহেতু সরকার নির্ধারিত সময়ের মধ্যে খাগড়াছড়ি জেলায় টিকাদান কর্মসূচি সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে।

Exit mobile version