parbattanews

খাগড়াছড়িতে সড়ক ও বেইলী ব্রীজসমূহের নিরাপত্তা সভা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

শান্তি, সমপ্রীতি এবং উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য সকল সমপ্রদায়ের মধ্যে সমপ্রীতির বন্ধন দৃঢ় করতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সদর জোনের দায়িত্বপুর্ণ এলাকার সড়ক ও বেইলী ব্রীজসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার খাগড়াছড়ি জোন সদরে সহকারী বন কর্মকর্তা ও কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাঠ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাদের ব্যবসা সংক্রান্ত নানাবিধ অসুবিধাসমূহ উত্থাপন করা হয়।

জোন কমান্ডার খাগড়াছড়ি জোনের আওতাধীন এলাকার বেইলী ব্রীজ সমুহের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের ব্যাপারে দৃষ্টি অরোপ করে তাদের সমস্যাগুলি সমাধানের আশ্বাস প্রদান করেন।

Exit mobile version