খাগড়াছড়িতে হাজারো ভিক্ষু সংঘের পিণ্ডদান ও স্বধর্ম শ্রবণ

fec-image

খাগড়াছড়িতে হাজারো বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান ও স্বধর্ম শ্রবণ মহান পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সদর মধুপুর মাঠে অনুষ্ঠিত পূণ্যানুষ্ঠানে হাজারের অধিক ভিক্ষুকে পিণ্ডদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, স্বধর্ম শ্রবণসহ দেশ ও জাতির জন্য শান্তি কামনা করা হয়।

অনুষ্ঠানে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ হাজারো পূন্যার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য বাংলাদেশের বৌদ্ধ ধর্মের ইতিহাসের সাথে যোগ হলো একটি নতুন অধ্যায়। কারণ এক সাথে হাজারের অধিক ভান্তে/ভিক্ষু সংঘকে পিণ্ডদান দেওয়ার নজিরবিহীন দৃষ্টান্ত দেশে এটিই প্রথম। বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এ ধরনের আয়োজন প্রতি বছর অনুষ্ঠিত হলেও আমাদের দেশে ইতোপূর্বে এরকম অনুষ্ঠান কখনও হয়নি।

পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মীয় অঙ্গনে অত্যন্ত সুপরিচিত মুখ, বিশিষ্ট সংঘ রাজ ও গামাঢ়ীঢালা বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ বোধিপাল মহাথেরো মহোদয় এরকম একটি মহৎ অভিপ্রায় ব্যক্ত করলে খাগড়াছড়ি সদর উপজেলাধীন মধুপুর নিবাসী ইঞ্জিনিয়ার সুব্রত ও তার পরিবারবর্গ উদ্যোগ নেন। এতে সহযোগিতা করেন খাগড়াছড়িবাসী।

আগত অতিথিরা এই উদ্যোকে একটি মহৎ উদ্যোগ ও এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে পূণ্যবান মনে করছেন।

অনুষ্ঠানে আসা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও নীলোৎপল খীসা বলেন, বৌদ্ধ ধর্মকে জাগ্রত করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য এটি একটি মহৎ উদ্যোগ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পিণ্ডদান, ভিক্ষু সংঘ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন