খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের ৩ নেত্রী অপহৃত

fec-image

সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকা থেকে দুষ্কৃতকারী কর্তৃক হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা, উপজেলা কমিটির সদস্য ক্রনিয়া চাকমা এবং নিশা চাকমা নামের তিনজনকে অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃতরা সবাই নারী।

শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) বিকালে এ অপহরণ ঘটনা ঘটে। এ সময় তারা সাজেক থেকে মাহেন্দ্র গাড়িযোগে খাগড়াছড়ি ফিরছিলেন।

শুক্রবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক এ্যান্টি চাকমাসহ তার অপর দুই সহযোদ্ধা কর্ণিয়া চাকমা ও নিশা চাকমাকে নিরাপদে ও সুস্থ শরীরে ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। বিবৃতিতে তারা অপহরণের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির দাবিও জানান।

তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, ইউপিডিএফ, হিল উইমেন্স ফেডারেশন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন