খাগড়াছড়িতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খাগড়াছড়ির পানছড়িতে ১ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) দুপুরে মদন কারবারি পাড়াস্থ সেগুন বাগান থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পানছড়ি সদর ইউনিয়নের মদন কারবারি পাড়াস্থ সেগুন বাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মো. আব্দুস সাত্তারকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আটক মো. আব্দুস সাত্তার পানছড়ির মোহাম্মদপুর এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।
এ ব্যাপারে পানছড়ি সদর থানার ওসি মো. হারুনুর রশিদ জানান, আসামি আব্দুস সাত্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এরআগেও থানায় আরো ৪টি মাদকের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।