parbattanews

খাগড়াছড়িতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ

খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১শে আগস্ট নিহতের স্মরণ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলন শেষে নিহতদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি শোক র‌্যালি শহরের প্রধান সড়ক ঘুরে টাউল হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংক্ষিপ্ত আলোচনায় এ নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের সাজা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version