খাগড়াছড়িতে ৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান দিলেন টাস্কফোর্সের চেয়ারম্যান


খাগড়াছড়ির ৩৩ ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সাড়ে ৫ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
বৃহস্টপতিবার (১০ আগস্ট) দুপুরে টাস্কফোর্স কার্যালয়ে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, মন্দির প্রভৃতি।
এছাড়াও অসচ্ছল মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিরাও এই সহায়তা পেয়েছেন।
এসময় টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃঞ্চ চন্দ্র চাকমা, নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: আর্থিক অনুদান, খাগড়াছড়ি, টাস্কফোর্সের চেয়ারম্যান
Facebook Comment