parbattanews

খাগড়াছড়িতে বড়ুয়া ৬০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান

বড়ুয়া ৬০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান

খাগড়াছড়িতে বড়ুয়া ওয়েল ফেয়ার সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে ৬০ কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও সম্মান্না তুলে দেওয়া হয়।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হল রুমে বড়ুয়া ওয়েল ফেয়ার সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, পাহাড়ে সকল জাতী-গোষ্ঠির সম্প্রীতির মেলবন্ধনে মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই এ মেলবন্ধনকে অটুট রেখে খাগড়াছড়িকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশও এগিয়ে যাবে।

বড়ুয়া  ওয়েল ফেয়ার সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক সাধন বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা (উপ-সচিব) সুমন কান্তি বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া, খাগড়াছড়ি কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহারের উপদেষ্টা জীতেন বড়ুয়া, সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশ নেয়।

Exit mobile version