খাগড়াছড়িতে ৭ পুলিশ সদস্য‘সহ আরো ১০ জন করোনা আক্রান্ত

fec-image

খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় ৭ পুলিশ সদস্য`সহ আরো ১০ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১০৪ জন।

নতুন আক্রান্তরা সকলে খাগড়াছড়ি জেলা সদরের। তাদের মধ্যে উখিয়া ফেরত ৭ পুলিশ সদস্য। যারা খাগড়াছড়ি পুলিশ লাইনে কোয়ারেন্টিনে আছেন। অপর তিনজন জেলা শহরের য়ংডু বৌদ্ধ বিহার, পুলিশ লাইন এলাকা ও আনন্দ নগরের বাসিন্দা। তবে এর মধ্যে করোনা জয়ী হয়েছেন ৩৩ জন।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, এ পর্যন্ত ১৪‘শ ৫০ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। তারমধ্যে ফলাফল এসেছে ১ হাজার ৬৯ জনের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, খাগড়াছাড়ি, সিভিল সার্জন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন