খাগড়াছড়ির গ্রামের হাটগুলোতে উপেক্ষিত সামাজিক দুরত্ব

fec-image

করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে ও মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে খাগড়াছড়িতে প্রশাসনের নিষেধাজ্ঞা ও অনুরোধ শহরে মানা হলেও গ্রামের হাটগুলোতে উপেক্ষিত হচ্ছে।

বিশেষ করে খাগড়াছড়ির মধুপুর, স্বনির্ভরেসহ বিভিন্ন স্থানে প্রতিদিন বিকালে বসছে হাট। সেখানে সামাজিক দুরত্ব উপেক্ষা করে জমায়েত হচ্ছে শত শত ক্রেতা-বিক্রেতা।সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশের অভিযানের সময় লোকজন সরে গেলেও পরক্ষণে আবার জড়ো হচ্ছে। শুক্রবার শহরের আশপাশে কয়েকটি হাট ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

শুক্রবার বিকালে সেনাবাহিনী ও পুলিশ প্রচারণা চালিয়ে, চলে যাওয়ার পরপরই মধূপুর হাট আবার জমজমাট হয়ে ওঠে। এ দিকে গত বুধবার থেকে খাগড়াছড়িতে সকল ধরনের সংবাদপত্র সরবরাহ বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি জেলা শহর ও উপজেলা গুলোতে রাস্তার মোড়ে মোড়ে সেনা ও পুলিশের টহল চলছে। তারা প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হতে মাইকিং করে মানুষকে ঘরে থাকার অনুরোধ জানাচ্ছে।

মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট। নিষেধাজ্ঞা অমান্যকারীদের আর্থিক দণ্ড দিচ্ছে। তবে এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন