খাগড়াছড়ির চার উপজেলায় ইফতার সামগ্রী বিতরণ

fec-image

খাগড়াছড়িতে কোভিড-১৯ মহামারির কারণে কর্মহীন দুস্থ ২৭০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় ২ হাজার ৭ শত পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, লবণ, আলু, পেঁয়াজ, ডাল, ছোলা, তেল ও খেজুর। এসব সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় মানুষগুলো। তারা জানান, করোনা মহামারীর কষ্টে থাকা মানুষের মধ্যে আশা জাগাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট. আশুতোষ চাকমা, মেমং মারমা, মাঈন উদ্দিন, নিলোৎপল খীসা।

প্রসঙ্গত, জেলায় সাড়ে ৭ হাজার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণের কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন