খাগড়াছড়ির পলাশপুর জোন সীমান্তে ৬টি ভারতীয় গরু আটক


খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বেলছড়ি বিওপি এলাকায় দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনার সময় ভারতীয় ৬টি গরু আটক করেছে ৪০ বিজিবি।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায়র দিকে উপজেলার বেলছড়ি এলাকা থেকে এসব গরু আটক করা হয়।
জানা গেছে, খেদাছড়া ৪০ বিজিবি ব্যাটালিয়ন পলাশপুর জোনের বেলছড়ি বিওপির নিয়মিত টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬টি গরু আটক করে। তবে এ ঘটনায় কোন ব্যক্তিকে আটক করতে পারেনি বিজিবি।
বেলছড়ি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শহিদুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু পাচার করে নিয়ে আসছে চোরাকারবারিরা। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা গরুগুলো ফেলে পালিয়ে যায়, যা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়।
তিনি আরো জানান, অভিযানের সময় চোরাকারবারিবা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বর্তমানে গরুগুলো বেলছড়ি বিওপি থেকে পলাশপুর জোনে পাঠানো হয়েছে। জব্দকৃত ভারতীয় গরুগুলো কাস্টম অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। আটককৃত ভারতীয় ৬টি গরুর দাম প্রায় তিন লাখ টাকা।