parbattanews

খাগড়াছড়ির পানছড়ির ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

কড়া নিরাপত্তা ব্যবস্থায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫ ইউনিয়নের ৪৬ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। নির্বাচন সুষ্ঠু করতে চার স্তরের পুলিশি নিরাপত্তা নেওয়া হয়েছে। এছাড়াও ২ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন র্যাব সদস্য মোতায়ন করা হয়েছে। নির্বাচনে মাঠে রয়েছে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

৫ ইউনিয়নের অধিকাংশ দুর্গম কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীরা এজেন্ট দিতে না পারার অভিযোগ করেছেন। তবে উপজেলা সদরে ভিন্ন চিত্র। ক্ষমতাসীন দলের প্রার্থীর প্রকাশ্যে ভোট দিতে দেখা গেছে। পানছড়ি সদর ইউনিয়নের পানছড়ি বাজার সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের এজেন্টদের সামনে প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থীর প্রতীক সম্বলিতত ব্যালটে সিল দিতে দেখা গেছে।

খাগড়াছড়ির ৫ ইউনিয়নে ভোটার সংখ্যা ৫১ হাজার। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৪ জন ,সংরক্ষিত মহিলা সদস্য ৫৩ জন ও সাধারণ সদস্য পদে ১৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

Exit mobile version