parbattanews

খাগড়াছড়ির রামগড়ে ৩ শতাধিক ফলন্ত গাছ কেটেছে সন্ত্রাসীরা

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার বড়পিলাক বাঙ্গালীপাড়া এলাকায় শনিবার রাতে এক বাঙ্গালি কৃষকের প্রায় তিন শতাধিক ফলন্ত আম-কাঠাল গাছ কেটে ফেলেছে সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা৤ এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন বাগান মালিক মো. আ্দুবর রব।

মো. আ্দুবর রব জানান, ধার দেনা ও থেকে লোন নিয়ে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকা খরচ করে ধীরে ধীরে এই বাগানটি গড়ে তুলেন৤ কিন্তু সন্ত্রাসীদের এক রাতের হামলায় তার সব শেষ হয়ে গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সরকারের কাছে এর জন্য ক্ষতিপুরণ দাবি করেন।

বাগানের পাহারাদার আক্তার হোসেনের স্ত্রী জানান, শনিবার রাত নয়টার দিকে প্রায় ৬০ থেকে ৭০ জন উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী দলটি অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বাkhগানের ফলন্ত গাছগুলো কেটে সাবাড় করে দেয়।

খবর পেয়ে রবিবার সকালে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগেও পাহাড়ি সন্ত্রাসীরা রামগড়ের নাকাপাসহ বিভিন্ন স্থানে কয়েক  দফায় ফলন্ত বাগানের আম,কাঠাল লিচু গাছসহ কেটে বাগান সাবাড়ের ঘটনায় থানায় মামলা হলেও প্রতিকার পায়নি বাগান মালিকরা।

Exit mobile version