খাগড়াছড়ির সদর ইউনিয়ন মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত


তৃণমূল পর্যায়ে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার লক্ষে খাগড়াছড়ি সদর ইউনিয়ন মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) বিকালে দুর্গম গামারী ঢালা এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সিমা, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা দলের সভাপতি মিটুন রানী ত্রিপুরা ও সাধারণ সম্পাদক সরুজিনা চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে নূর জাহান বেগমকে সভাপতি, ফাতেমা আক্তারকে সম্পাদক ও মনোয়ারা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে খাগড়াছড়ি সদর ইউনিয়নে মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী তিন মাসের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।