খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে মানবিক সহায়তা ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বড়পিলাক বাজার মাঠে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা, গরীব ছাত্র/ছাত্রীদের বই এবং স্কুল/কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা,বসত বাড়ী মেরামতের জন্য ঢেউটিন, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, সোলার প্যানেল, কৃষকের মাঝে কৃষি সামগ্রী বিতরণ, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার প্রদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় জোন অধিনায়ক বলেন, দুর্গম এ জনপদে স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচী অব্যাহত থাকবে।
এছাড়া অন্যানের মাঝে জোন উপ-অধিনায়ক মেজর মো. ফয়সাল আহমেদসহ সামরিকপদ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজটি ভিডিওতে দেখুন: