parbattanews

খাগড়াছড়ির সৈয়ন্দর পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

খাগড়াছড়ির সৈয়ন্দর পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে ১৪তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব হচ্ছে। বৃহস্পতিবার সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে চীবর দান, বুদ্ধমুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, কল্পতরু দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডু দানসহ নানাবিধ দান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা। শুভ দানোত্তম কঠিন চীবর দানে প্রধান ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় আলোচক ছিলেন বৌদ্ধ শিশু ঘর বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ সুমনা মহাস্থবির ভান্তে। দেশ জাতি ও বিশ্বের যে মহামারী করোনা থেকে যেন সবাই মুক্ত হতে পারি সেই প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন ও আকাশ প্রদীপ (ফানুস বাতি) উত্তোলন করার কথা রয়েছে।

Exit mobile version