parbattanews

খাগড়াছড়ির ৫৮টি পূজা মণ্ডপে জেলা পরিষদের ১০ লাখ টাকা অনুদান প্রদান

শারদীয় দুর্গোৎসবে এবারও প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। প্রতিবারের মতো মণ্ডপ প্রতি দশ হাজার টাকা এবং পুরোহিতের পরিচ্ছদ বাবদ আরো দুই হাজার টাকাসহ মোট বারো হাজার টাকা করে দশ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী প্রতিটি পূজা মণ্ডপে সরেজমিনে গিয়ে এই অনুদান হস্তান্তর করেন।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ অফিসার চিংলামং চৌধুরী জানান, করোনাসহ নানা অর্থনৈতিক সঙ্কটের সত্ত্বেও জেলা পরিষদ জেলার সনাতন ধর্মাবলম্বী ও ত্রিপুরা জনগোষ্ঠির প্রধানতম ধর্মীয় উৎসব ‘শারদীয়া দুর্গাপূজা’র আনন্দকে ছড়িয়ে দিতে সামর্থ্য অনুযায়ী ৫৮টি মন্দিরে সমভাবে বরাদ্দ দিয়েছে। এর বাইরেও জেলা শহর এবং উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ কোন কোন মন্দিরে চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ব্যক্তিগতভাবেও সহায়তা প্রদান করেছেন।

Exit mobile version