খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

fec-image

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরের দিকে বিদ্যালয়ের মিলায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পরপরে নবীণ বরণ, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষার কোন বিকল্প নেই। এজন্য স্মার্ট শিক্ষা ব্যবস্থা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা রূপান্তর করছে। ২০২৫ সাল নাগাদ প্রাথমিক ও পুরো মাধ্যমিকে বাস্তবায়ন হবে। আমাদের শিক্ষার্থীরা পূর্বে আত্মস্থ করতে পারত না, শুধু মুখস্থ করতো। এখন আনন্দের মধ্য দিয়ে শিখছে। অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখন হচ্ছে, যা শিখবে বাস্তবে তা প্রয়োগ করতে পারছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উ থোয়াইচিং, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দিন প্রমুখ।

এছাড়াও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান, সহকারী শিক্ষক প্রিয় বসু ত্রিপুরাসহ অন্যান্য শিক্ষকরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পুরস্কার, বিতরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন