খাগড়াছড়ি ও দীঘিনালায় বন্যা দুর্গত এলাকায় সেনাবাহিনীর ত্রাণ সহায়তা বিতরণ
ধীরগতিতে পানি নামার কারণে জেলার দীঘিনালায় এখনো পানিবন্দি ৮টি গ্রামের হাজারো মানুষ। আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে কয়েক শতাধিক পরিবার। খাগড়াছড়ি পৌর এলাকায় আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া পরিবারগুলো সকলে ফিরে গেছে নিজ বসতবাড়ীতে।
তবে একদিন বিরতির পর আবার বৃষ্টি শুরু হওয়ায় জেলায় বন্যা দুর্গতদের দুর্ভোগ আরো বেড়েছে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে ত্রাণ নিয়ে পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত।
অপর দিকে দীঘিনালা ছোট মেরুং বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশপাশের আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ত্রান বিতরণ করেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিস।