খাগড়াছড়ি ও রামগড়ে ফরমালিনযুক্ত ফল ধ্বংস অভিযান
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা শহর ও রামগড়সহ বিভিন্ন বাজারে ফরমালিনযুক্ত ফল বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার খাগড়াছড়ি বাজার ও জেলার রামগড়ে অভিযান পরিচালনা করে ফরমালিন যুক্ত ফল ধ্বংশ, জরিমানা আদায় ও দুই ফল বিক্রেতাকে দুই মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কারাদন্ড পাওয়া ফল বিক্রেতারা হলেন খাগড়াছড়ি সদরের নয়নপুর গ্রামের মোঃ নাসির হোসেন এবং পানখাইয়াপাড়া এলাকার মোঃ নুরুল ইসলাম।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান জানান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনজুরুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত খাগড়াছড়ি বাজারে দু’ফল বিক্রেতার দোকানের ফল পরীক্ষা করে ফরমালিনের নমুনা পায়।
পরে ভ্রাম্যমান আদালত বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, ১৯৫৯ (সংশোধনী-২০০৫) এর ৪৪ (৬)(ক) ধারা মোতাবেক উভয় ফল বিক্রেতাকে দু’মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।
অন্যদিকে, জেলার রামগড় বাজারে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম অভিযান পরিচালনা করে দুই ফল বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে ফরমালিনযুক্ত ফল মাল্টা এবং আম ধ্বংস করা হয়েছে।