খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহে জামে মসজিদ পরিচালনার আহ্বায়ক কমিটি গঠন
অবশেষে আদালতের নির্দেশে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহে জামে মসজিদ পরিচালনার নিমিত্তে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বাদজুমা খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহে জামে মসজিদের পরিচালনার জন্য ৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অতিরিক্ত খাগড়াছড়ি জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মো. বাতেনের সভাপতিত্বে সভায় কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মো. বাতেন, সদস্য হাজী মো. শানে আলম, সদস্য ডিডি, ইসলামিক ফাউন্ডেশন , সদস্য কাউন্সিলর মো. শাহ আলম, সদস্য জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান।
সভায় দ্রুত সময়ের মধ্যে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহে মসজিদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার ও নির্বাচনের আগে একটি অডিট ফার্মের মাধ্যমে মসজিদের আয়-ব্যয়ের অডিট করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাশেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ মুসল্লিদের নিয়ে এ মসজিদের স্থাবর সম্পত্তি মসজিদ মার্কেট, পুকুর ও কৃষি জমিসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন।
প্রসঙ্গত, অনিয়ম, জালিয়াতি এমনকি মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করাসহ নানা অনিয়ম অভিযোগে গত ৩১ অক্টোবর ঐহিত্যবাহী খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের বর্তমান মেয়াদোত্তীর্ণ পরিচালনা কমিটিকে বাতিল করেছে আদালত। একই সাথে মসজিদের পরিচালনার দায়িত্ব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-কে দেয়া হয়েছে।